চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারককে পেটালেন শিশু একাডেমির কর্মকর্তা

নেত্রকোণা জেলা শিশু একাডেমি কর্মকর্তা মীর বাবুলুর রহমানের বিরুদ্ধে তার কার্যালয়ের এক শিক্ষককে মারধরের অভিযোগ ওঠেছে। মারধরে আহত ওই শিক্ষককে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা শিশু একাডেমি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
হামলায় আহত শিক্ষক হলেন, শুভ্র সরকার। তিনি জেলা শিশু একাডেমির চিত্রাঙ্কন প্রশিক্ষক হিসেবে কর্মরত। তিনি নেত্রকোণা সাহিত্য সমাজসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন। শহরের মোক্তারপাড়া এলাকারই বাসিন্দা তিনি।
জেলা শিশু একাডেমি কার্যালয় ও হামলার শিকার শিক্ষকের বরাতে জানা গেছে, শুভ্র সরকার গত ছয় বছর ধরে জেলা শিশু একাডেমিতে চিত্রাঙ্কন প্রশিক্ষক হিসেবে কর্মরত। প্রতি সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার তিনি শিশুদের চিত্রাঙ্কন শেখান। মাসখানেক আগে তার বাবা মারা যান। এর সপ্তাহ দুয়েক পর তিনি জ্বরে ভোগেন। ওই সময় তিনি শিশু একাডেমিতে যেতে পারেনি। বিষয়টি শিশু একাডেমির কর্মকর্তাকে মৌলিকভাবে জানানো হয়। সম্প্রতি শুভ্র সরকারের জায়গায় পছন্দের একজনকে প্রশিক্ষক হিসেবে নিয়োগের পাঁয়তারা চালাচ্ছেন শিশু কর্মকর্তা মীর বাবুলুর।
মঙ্গলবার দুপুরে শেখ রাসেলের জন্ম দিবস উদযাপন উপলক্ষে শিশু একাডেমিতে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসেবে অংশ নেন শুভ্র সরকার। সন্ধ্যার কিছুক্ষণ আগে কাজ শেষ করে কার্যালয় থেকে বের হলে মীর বাবুলুর তাকে নিজ কক্ষে ডেকে এনে শিশু একাডেমিতে না আসতে নিষেধ করেন। শুভ্র এ বিষয়ে জানতে চাইলে মীর বাবুলুর তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ খারাপ আচরণ করেন। এক পর্যায়ে তিনি কক্ষের দরজা বন্ধ করে শুভ্রকে কিল, ঘুষি, চেয়ার দিয়ে আঘাত করেন। পরে লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিষয়টি জানাজানি হলে রাত আটটার দিকে শহরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা মোক্তারপাড়া এলাকায় দুর্বার গোষ্ঠীর কার্যালয়ে বসে নিন্দা ও প্রতিবাদ জানান।
শুভ্র সরকার বলেন, কর্মস্থলে আসার জন্য নিষেধের বিষয়টি জানতে চাইলে কিছু বুঝে ওঠার আগেই মীর বাবুলুর আমাকে বেধড়ক মারপিট শুরু করে দেন। আমি এ ঘটনার বিচার চাই।
এ নিয়ে কথা হলে শিশু একাডেমির কর্মকর্তা মীর বাবুলুর রহমান মারধরের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, শুভ্র আমার কক্ষে এসে আমাকে গালিগালাজ করেছে। আমি তাকে মারধর করিনি। এটা মিথ্যা অভিযোগ দিচ্ছে। আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।
জেলা প্রশাসক শাহেদ পারভেজ এ বিষয়ে বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জিয়াউর রহমান/এমএএস