সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সত্য কথা বলব : কাদের মির্জা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সাহস করে সত্য কথা বলে যাব। শনিবার (১০ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিটে নিজের ফেসবুকে এ নিয়ে তিনি স্ট্যাটাস দেন।
ফেসবুক পোস্টে আবদুল কাদের মির্জা লিখেন, অন্যায়, অবিচার, অসত্যের বিরুদ্ধে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার পথে পাহাড়তুল্য প্রতিবন্ধকতা আসবে। সকল প্রতিবন্ধকতাকে পদদলিত করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সাহস করে সত্য কথা বলে যাব।
তার ফেসবুক পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। পোস্টটিতে ইতিবাচক মন্তব্যের সঙ্গে নেতিবাচক মন্তব্যও করেছেন অনেকেই।
সিফাত হাসান নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, কোম্পানীগঞ্জে আপনার সঙ্গে কারো তুলনা করা অসম্ভব, আপনি আমাদের নেতা ছিলেন এবং সব সময় থাকবেন। আপনার নীতি আমাদের অনুপ্রেরণা।
আগে নিজের অন্যায়, অনিয়ম, অবিচার, মিথ্যাচারগুলো বন্ধ করুন তারপর সকল অনিয়ম-অবিচার-মিথ্যাচারের বিরুদ্ধে কথা বলুন। এমনটি লিখে মন্তব্য করেছেন আমির হোসেন সাংবাদিক নামে একটি ফেসবুক আইডি।
সত্য একবার বলতে হয়; সত্য বার বার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বার বার বলতে হয়; মিথ্যা বার বার বললে সত্য বলে মনে হয়। লেখক হুমায়ুন আজাদের উক্তিটি লিখে মন্তব্য করেন মির্জা শাহনেওয়াজ টিটু নামে একজন।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি বসুরহাট পৌরসভা নির্বাচনে আবদুল কাদের মির্জা আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি আরও তিনবার মেয়র নির্বাচিত হন। নির্বাচনের আগে দলীয় নেতাকর্মীদের সমালোচনা করে সারাদেশে আলোচনায় আসেন কাদের মির্জা।
এরপর কাদের মির্জার সঙ্গে তার দলের বিরোধী পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ দুইজন নিহত হন। এসব ঘটনায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে আদালতে। গত (৩১ মার্চ) নিজের ফেসবুক আইডি থেকে তিনি দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। এ ছাড়াও তিনি আর জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন না বলেও ঘোষণা দেন।
হাসিব আল আমিন/এসপি