ক্রিকেট খেলে সময় পার করছে বাস শ্রমিকরা

বিএনপি-জামায়াতের ঘোষিত তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিনে যশোর থেকে ছেড়ে যায়নি কোনো যাত্রীবাহী বাস। যাত্রীর অভাবে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। ফলে কাজ না থাকায় ক্রিকেট খেলে সময় পার করছেন বাস শ্রমিকরা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে এমন চিত্র দেখা মেলে শহরের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়। যাত্রী না থাকায় বাস ছাড়ছেন না বলে জানিয়েছেন শ্রমিকরা।
পরিবহন শ্রমিকরা আরও জানিয়েছেন, বিএনপি-জামায়াতের ডাকে তৃতীয় দফায় হরতাল অবরোধের প্রথম দিনেে মতো বৃহস্পতিবারও যশোরের সকল রুটে পণ্য ও যাত্রীবাহী বাস বন্ধ ছিল। সকাল থেকে শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, মনিহার ও খাজুরা বাস স্ট্যান্ড থেকে কোনো রুটে বাস ছেড়ে যায়নি। টার্মিনাল ও বাসস্ট্যান্ডে বসে অলস সময় পার করছে পরিবহন শ্রমিকরা।
শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ক্রিকেট খেলছিলেন বাস শ্রমিক আব্দুল আলিম। তিনি বলেন, বাস চলছে না, কাজও নেই। বসে থেকে কি করবো। তাই শ্রমিকরা সবাই একসঙ্গে ক্রিকেট খেলে সময় পার করছি।
আব্দুল হাকিম নামে এক পরিবহন শ্রমিক বলেন, বাস আছে কিন্তু যাত্রী নাই। যাত্রী না থাকলে তো রোডে বাস চালিয়ে আমাদের লাভ নেই। এজন্য বাস নিয়ে রাস্তায় বের হইনি।
মনিহার এলাকার পরিবহন চালক মিনহাজ বলেন, সবাই বাস শ্রমিক। এখন বাস বন্ধ। তারা তো অন্য কোথাও কাজের সুযোগ পাচ্ছে না। এজন্য যে যার মতো সময় পার করছে। অনেকে রিকশা নিয়ে রাস্তায় নামছে আবার অনেকে ক্রিকেট খেলছে।
এ্যান্টনি দাস অপু/এমএএস