ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন

দিনভর যানজট আর জনদুর্ভোগের পর রাতও শুরু হয়েছে একই অবস্থা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ৫০ কিলোমিটার সড়কে যান চলাচলে ধীরগতি। ভারপ্রাপ্ত পুলিশ সুপার ঢাকা পোস্টকে জানিয়েছেন ১১টার পর যানজট থাকবে না। আগামী কালের জন্য অতিরিক্ত পুলিশ মহাসড়কে থাকবে।
স্থানীয় সূত্রমতে, সোমবার মধ্যরাত থেকে মহাসড়কে যানজট। সরকারি নিষেধ উপেক্ষা করে চলছে বাস। কিছু বাসে ৬০ শতাংশ বেশি নেওয়ার পরও অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচলের খবর পাওয়া গেছে। এছাড়াও ভাড়ায় চালিত মাইক্রোবাস বেড়েছে মহাসড়কে।
মারুফ আহমেদ কল্প নামে একজন নাগরিক ঢাকা পোস্টকে জানিয়েছেন, সৈয়দপুর থেকে কোটবাড়ি বিশ্বরোড পর্যন্ত ১৫ কিলো অংশে তিনি ২ ঘণ্টা আটকে আছেন।
দাউকান্দি হাইওয়ে থানা পুলিশের ওসি জহিরুল হক ঢাকা পোস্টকে বলেন, যানজট আছে তবে বেশি না। পুলিশ সড়কে আছে যানজট যেন না হয়, এজন্য কাজ করছে। দাউদকান্দি টোলপ্লাজার এখানে কিছুটা ধীরগতি। কত কিলোমিটার যানজট তা বলতে পারছি না।
কুমিল্লা হাইওয়ের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন ঢাকা পোস্টকে বলেন, লকডাউন ষোষণার পর ঢাকা থেকে প্রচুর মানুষ কুমিল্লা ও পাশের জেলায় আসছে। কেউ কেউ ঢাকা যাচ্ছে। রাতে কাভার্ড ভ্যান চলাচলের কারণে একটু যানজট বেশি। পুলিশ টহলে আছে ১১টার পর যানজট থাকবে না মনে হয়। এখন দাউদকান্দি থেকে চান্দিনা পর্যন্ত যান চলাচলে ধীরগতি।
আগামীকাল ঘরমুখো মানুষ আরও বেশি হলে, যানজট নিরসনের উদ্যোগ কী? এমন প্রশ্নে এ কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, আমরা ৮টি জায়গা চিহ্নিত করেছি। এসব স্থানে নিয়মিত যানজট হয়। ওইসব স্থানে অতিরিক্ত পুলিশ থাকবে। এছাড়াও টহলে পুলিশ থাকবে।
আবু সুফিয়ান/এমএএস