ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপি নেতার নামে মনোনয়নপত্র সংগ্রহ

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপি নেতা সৈয়দ এ. কে একরামুজ্জামানের নামে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে তার পক্ষের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
একরামুজ্জামান আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার উপদেষ্টা।
জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহের আগে আদালতে হাজির হন একরামুজ্জামান। গত ২ নভেম্বর সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে বিস্ফোরক আইনে ৩৮ জনকে আসামি করে মামলা হয়। সেই মামলায় তিনি ৪ নম্বর আসামি ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালত থেকে সোমবার বিস্ফোরক মামলায় জামিন পাওয়ার পর দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার নামে মনোনয়নপত্রটি সংগ্রহ করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে সৈয়দ এ. কে. একরামুজ্জামানের পক্ষে বকুল মিয়া নামের একজন মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ৩টি ফরম বিতরণ হয়েছে।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে ৪টি, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে ৭টি, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে ৬টি, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১২টি এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৬টি মনোনয়ন ফরম নিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা।
আরও পড়ুন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ এ. কে. একরামুজ্জামান সোমবার রাত পৌনে ১২টায় মুঠোফোন বলেন, আমার শুভাকাঙ্ক্ষী বকুল মনোনয়ন ফরম নিয়েছে।
তিনি বলেন, নির্বাচন করবো কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। দু-একদিনের মধ্যে জানতে পারবেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, তফসিল ঘোষণার পর থেকেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সম্ভাব্য প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলছে। সোমবার পর্যন্ত ৩৮টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়।
এমএসএ