ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার : দিনাজপুরে ১৮ পরীক্ষার্থী আটক

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারর অভিযোগে দিনাজপুরের ৮টি পরীক্ষা কেন্দ্র থেকে ১৮ জন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা সদরের ৮টি পরীক্ষা কেন্দ্র থেকে তাদর আটক করা হয়।
আটককৃতরা হলেন- বিরল উপজেলার রঘুনাথপুর গ্রামের আজহারুল ইসলামের ছেলে কামরুজ্জামান (৩২), একই উপজেলার রানীপুর গ্রামের আবুল কাদেরের স্ত্রী রাহেনা খাতুন (২৬), বীরগঞ্জ উপজেলার এলেঙ্গা গ্রামের প্রদীপ রায়ের স্ত্রী শেফালী রায় (৩৩), একই উপজেলার পশ্চিম কালাপুকুর গ্রামের তাশদিকুল আলমের ছেলে মনিরুজ্জামান (৩০), কগিরপাড়ার সিরাজুল ইসলামের ছেলে জামিল বাদশা (৩১) ও বনগাঁও গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাকিব (২৮), দিনাজপুর সদর উপজেলার মুরাদপর গ্রামের বেলাল হাসানের স্ত্রী মুসলিমা খাতুন (২৮), একই উপজেলার দাইনুর গ্রামর মতিয়ার রহমানের ছেলে শরিফুল আলম (২৮)।
এছাড়া ঘুঘুডাঙ্গা গ্রামের আব্দুল সালামের মেয়ে উম্ম সালমা (২৮) ও খানপুর গ্রামের সুলতান মাহমুদের মেয়ে নাসরিন জাহান (২৯), চিরিরবন্দর উপজলার দক্ষিণ আলোকদিঘী গ্রামেরমেয়ে কবিতা রানী রায় (২৭), একই উপজলার দক্ষিণ আলোকদিঘী গ্রামের যতিশ চন্দ্র রায়ের ছেলে সবুজ চন্দ্র রায় (৩৪), হাকিমপুর উপজেলার মাধবপাড়ার গোলাম বিকরিয়ার স্ত্রী জাকিয়া ফেরদোস (২৬), বিরামপুর উপজেলার দক্ষিণ দায়ারপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে মহিদুল ইসলাম (৩২)।
এছাড়াও নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামর আবু তালেব সরকারের মেয়ে তানিয়া মাশতাবী (৩১), বোচাগঞ্জ উপজেলার শহিদপাড়ার আব্দুল গফুর মোল্লার ছেল সায়েম মোল্লা তন্ময় (২৯), ফরিদপুর জেলার নগরবাদা থানার দফা গ্রামর ফারুক মাতবরের মেয়ে উর্মিলা আক্তার (২০) ও ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজলার বকুয়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে সুজন আলী (২৭)।
দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ৮টি পরীক্ষা কেন্দ্র হতে কর্মকর্তারা ১৮ জনকে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ার অভিযোগে আটক করে। পরে তাদেরক পুলিশ কাছ সোপর্দ কর। আটককৃত ১৮ জনের মধ্যে ৯ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছেন।
এমএসএ