ফরিদপুরে অভিযানের পর পেঁয়াজের দাম কমলো মনপ্রতি ৭০০-৮০০ টাকা

পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে ফরিদপুরে আড়ত পর্যায়ে জেলা ভোক্তা অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানের পর শহরে মণপ্রতি পেঁয়াজের দাম ৭০০ থেকে ৮০০ টাকা কমে গেছে। সোমবার দুপুর ১২টা থেকে ২ টা ৩০ মিনিট পর্যন্ত ফরিদপুর সদরের মোমিনখার হাটে পরিচালিত হয়েছে এ অভিযান।
গতকাল রোববার ফরিদপুরে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৬০০ থেকে ৪৭০০ টাকা দরে; কিন্তু সোমবারের যৌথ অভিযানের পর মোমিনখার হাটে পেঁয়াজের দাম মনপ্রতি ৩৮০০ থেকে ৩৯০০ টাকায় নেমে আসে, যা গতকাল রবিবারের তুলনায় মন প্রতি ৭০০ থেকে ৮০০ টাকা কম।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ-উল-মাহমুদ। এসময় জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো, সোহেল শেখ, জেলা স্যানিটারি পরিদর্শক মো. বজলুর রশিদ খান উপস্থিত ছিলেন।
অভিযানকালে বেশি দামে পেয়াজ বিক্রির অভিযোগে মেসার্স নওশাদ ট্রেডার্সকে ১০০০ টাকা, মেসার্স সেলিম স্টোরকে ২,০০০ টাকাসহ মোট ৩০০০ টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন,বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ অনেক বৃদ্ধি পেয়েছে।এজন্য দাম আস্তে আস্তে কমে যাবে।বেশি দাম রাখায় ফরিদপুরের তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে ভবিষ্যতে দাম বেশি রাখলে বড় অঙ্কের জরিমানা করা হবে।
জহির হোসেন/এসএমডব্লিউ