গাজীপুরের দুর্ঘটনায় আহত ট্রেনচালকসহ তিনজনের অবস্থা গুরুতর

গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় ট্রেনচালক (লোকোমাস্টার), সহকারী ট্রেন চালকসহ ১২ জন আহত হয়েছেন। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম জানান, আহতদের মধ্যে ট্রেনচালক (লোকোমাস্টার) এমদাদুল হক (৫৫), সহকারী ট্রেনচালক সবুজ (৩২) ও নারী যাত্রী রূপালী সাহার (৪০) অবস্থা গুরুতর।
উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুই নারীসহ তিনজনের এখানে (গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল) চিকিৎসা চলছে।
তারা হলেন, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রফিকুল মোল্লা (২০), নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার জামিলা (৩৫) ও কুমিল্লার সুরভী (১৮)। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।
শিহাব খান/এমএএস