২০ বছর পর হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হত্যা মামলার ২০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা শাহিন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে র্যাবের সহায়তায় নলছিটি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আওলাদ হোসেন ও মো. জসিম উদ্দীনের নেতৃত্বে একটি টিম রাজধানী ঢাকার উত্তরার আবদুল্লাহপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার শাহিন মোল্লা উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মধ্য কামদেবপুর গ্রামের মতিয়ার রহমান মোল্লার ছেলে। তিনি একটি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি। আদালত কর্তৃক রায় ঘোষণার পর ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন।
নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মুরাদ আলী জানান, শাহিন মোল্লাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে ঝালকাঠি জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরএআর