অবরোধের সমর্থনে নোয়াখালীতে বিএনপির মিছিল

বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা অবরোধের সমর্থনে মোড়ে মোড়ে ঝটিকা মিছিল করেছে নোয়াখালী বিএনপি।
রোববার (২৪ ডিসেম্বর) সকালে জেলা শহরের রশিদ কলোনি এলাকা থেকে শুরু হয়ে একটি মিছিল কয়েকশ গজ অতিক্রম করেই ছত্রভঙ্গ হয়ে যায়। একই সময় বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার থেকে শুরু হয়ে আরেকটি মিছিল কয়েকশ গজ অতিক্রম করে।
জানা গেছে, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাসের নেতৃত্বে চৌমুহনী বাজারে একটি মিছিল করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তারা সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। একই সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমানের নেতৃত্বে জেলা শহরের রশিদ কলোনি এলাকা থেকে শুরু হয় একটি মিছিল। মিছিলটি কয়েক শ গজ অতিক্রম করেই ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলকারীরা অবরোধের পক্ষে এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ এসে ওই এলাকায় টহল জোরদার করে।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস বলেন, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে অবরোধের সমর্থনে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা, চৌমুহনী পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন শান্তিপূর্ণ মিছিল করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার ঢাকা পোস্টকে বলেন, সরকার প্রহসনের তফসিল ঘোষণার মাধ্যমে ৭ জানুয়ারি নির্বাচনের নামে যে সিদ্ধান্ত নিয়েছে এ দেশের মানুষ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। এ দেশের মানুষ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। এ দেশের মানুষ গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চায়। জনগণের সাময়িক অসুবিধা হলেও, দেশ ও জনগণের স্বার্থে ছাত্রসমাজ ও দেশবাসীকে অবরোধ সফল করার জন্য আহ্বান জানাচ্ছি।
সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জায়েদুল হক রনি ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ওসি মো. আনোয়ারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা ঝটিকা মিছিল বের করে। পুলিশ যাওয়ার পর তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। মানুষের সার্বিক নিরাপত্তার জন্ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সতর্ক অবস্থানে আছে।
হাসিব আল আমিন/এমজেইউ