সায়দাবাদ-চট্টগ্রাম রোডে ১২ কিলোমিটার যানজট

ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে ছাত্র-জনতার ব্লকেড কর্মসূচির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনি আখড়া ও যাত্রাবাড়ী এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক সায়দাবাদ থেকে চিটাগাং রোড পর্যন্ত। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত শনি আখড়া ও যাত্রাবাড়ীর একাধিক পয়েন্টে সড়ক অবরোধ করে অবস্থান নেন ছাত্র-জনতা। এর ফলে ঢাকা থেকে চট্টগ্রামগামী এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী যান চলাচল প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও দীর্ঘ হতে থাকে।
সরেজমিনে দেখা যায়, বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন দীর্ঘ সময় ধরে সড়কে আটকে আছে। অনেক যাত্রী জানান, সায়দাবাদ থেকে যাত্রাবাড়ী পার হতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগছে, যেখানে স্বাভাবিক সময়ে এই পথ পাড়ি দিতে লাগে মাত্র কয়েক মিনিট। এছাড়া ঢাকাগামী অ্যাম্বুলেন্স উল্টো পথে চলাচল করতে দেখা গেছে।
সাইনবোর্ড এলাকার বাস কাউন্টারগুলোতে যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। বাস কাউন্টার মালিকরা জানান, দীর্ঘ সময় অপেক্ষার পর অনেক যাত্রী বাস না পেয়ে বাড়ি ফিরে গেছেন।
মহাসড়ক অবরুদ্ধ থাকায় আশপাশের অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে যায়। ফলে যাত্রাবাড়ী, শনি আখড়া ও ডেমরা এলাকার ভেতরের সড়কগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, যান চলাচল স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে কাজ করছে। তবে অবরোধকারীরা সড়ক না ছাড়া পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়া নিয়ে আশঙ্কা রয়েছে।
মেহেদী হাসান সৈকত/এআরবি