কোটি টাকা খরচ করেও তাদের ভোটের মাঠ ভালো না : মমতাজ

মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী মমতাজ বেগম বলেছেন, আমাকে মানুষ ভোট দেবে, নৌকায় ভোট দেবে। ভোটের মাঠে জনগণের এমন প্রতিক্রিয়া দেখে স্বতন্ত্র প্রার্থীরা পায়ে পারা দিয়ে, গায়ে পড়ে দুটা ভেজাল লাগানোর চেষ্টা করছে। পরিবেশ উত্তপ্ত করে তুলছে। কোটি কোটি টাকা খরচ করে তারা বুঝতে পারছে, তাদের ভোটের মাঠ ভালো না, মানুষ তাদের চাচ্ছে না।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে সিংগাইর উপজেলার ইসলামনগর এলাকায় নির্বাচনী জনসভা শেষে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
মমতাজ বলেন, প্রতিদিনই আমিসহ আমার কর্মী-সমর্থকেরা নির্বাচনী এলাকায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কায় ভোট চাচ্ছি। প্রতিটি ইউনিয়নে আমার মা-বোনেরা টিম করে কাজ করে যাচ্ছেন। সবখানেই নৌকার একটা জোয়ার উঠে গেছে। সকলেই উন্নয়নের ধারাকে ধরে রাখতে নৌকায় ভোট দেবেন বলে বদ্ধপরিকর। সাধারণ ভোটারদের কাছ থেকে ভালোই সারা পাচ্ছি।
দলের মধ্যে বিভক্ত আর দলের কিছু নেতা নৌকার বিপক্ষে নির্বাচনে কাজ করার কারণে ভোটের মাঝে কোনো প্রভাব পড়বে কিনা? জানতে চাইলে মমতাজ বেগম বলেন, দিন যতই যাচ্ছে আরও কঠিন হচ্ছে। কঠিন হচ্ছে নেতাদের মনোভাব, পক্ষ-বিপক্ষ, তারা একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। কিন্তু ভোটের দিকে আবার দিন যতই যাচ্ছে ততই নৌকার পক্ষে ভোট বাড়ছে। দিন শেষে আমরা মার্কা চিনি একটাই “নৌকা মার্কা”।
স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কর্মী-সমর্থকের বিরুদ্ধে অভিযোগ করে মমতাজ বলেন, তারা একটা টিম নামিয়ে দেয় রাতের বেলায়। সেখানে কিছু নেশাখোর ছেলে-পেলেও আছে। তারা আমাদের পোস্টার, ব্যানার ছিড়ে ফেলছে। কোথাও আমার পোস্টার লাগাতে দিচ্ছে না। আজকে যারা আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে, তাদের লোকজন আমাদের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিচ্ছে। বিষয়টি আমরা জানার আগেই তারা গিয়ে আমার লোকজনকে হুমকি-ধামকি দিচ্ছে।
মমতাজ বেগম তার কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমাদের কোনো নেতা এই ধরনে হুমকি-ধামকি দিলে এটা তার ব্যক্তিগতভাবে নিতে হবে। তার বিষয়ে আমি কিনবা আমার দলের কেউ এটার দায়-দায়িত্ব নেবে না। আমার নেতা-কর্মী ও সমর্থকদের সব সময়ই আমি বলি, আমার ভোটের মাঠ ভালো।
সোহেল হোসেন/এমএএস