দেশে ফিরতে নারাজ তামিম

নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেলস্টেশন বাজারে এক সপ্তাহ ধরে অসুস্থ হয়ে পড়ে আছেন এক যুবক। যুবকটি কথা বলতে না পারলেও কাগজে লিখে তার পরিচয় জানালেন। তার দাবি, তার নাম তামিম খান (১৮)। তার বাবার নাম মৃত বিল্লাল খান। তার বাড়ি ভারতের পশ্চিম মেদিনিপুর জেলার কুরিয়া থানার মেদিনিপুর গ্রামে।
জানা যায়, এক সপ্তাহ আগে লোকমানপুর বাজার এলাকায় মাটিতে হামাগুড়ি দিয়ে মাটিতে গড়াগড়ি করছিলেন যুবক তামিম খান। এমন পরিস্থিতি দেখে তাকে গোসল করিয়ে জামাকাপড় পরিয়ে রেলস্টেশনের বারান্দায় থাকা-খাওয়ার ব্যবস্থা করেন স্থানীয় কয়েকজন যুবক।
তামিম কথা বলতে পারেন না। তবে কাগজে লিখে তার বক্তব্য জানান। তার লিখিত বক্তব্যমতে, তার বাড়ি ভারতে, তিনি মা-বাবার একমাত্র সন্তান। তার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। সেই সৎমা ও তার সন্তানের নির্যাতনের শিকার তামিম। তাকে ভারত থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানান তিনি। তবে তার ওপর নির্যাতনের ভয়ে ভারতে ফিরে যেতে চান না তিনি।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, এটা তাদের বিষয় নয়। তারা ইউএনওকে বিষয়টি জানিয়েছেন। তারাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দেবী পাল ঢাকা পোস্টকে বলেন, তিনি বিষয়টি জানার পর যুবকটির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছেন।
তাপস কুমার/এনএ