রুহুল আমিন হাওলাদারের ওপর হামলা

পটুয়াখালীতে মহাজোট প্রার্থী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের ওপর হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় রুহুল আমিন হাওলাদারের ব্যক্তিগত সহকারী সোহেলসহ পাঁচজন আহত হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণের শেষ সময়ে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কচাবুনিয়া সরকারের প্রাথমিক বিদ্যালয়ের সমনে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সন্ধ্যায় নিজজ নির্বাচনী কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রুহুল আমিন হাওলাদার।
তিনি বলেন, আমাকে পটুয়াখালী-১ আসনে মহাজোট প্রার্থী করেছে। এই ক্ষোভ থেকে আফজাল হোসেনের নেতৃত্বে তার অনুসারীরা শেখ হাসিনার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশ কংগ্রেসের নাসির উদ্দীন তালুকদারের পক্ষে মাঠে নামে।
আরও পড়ুন
রুহুল আমিন হাওলাদার বলেন, আজ আমি ইটবাড়িয়া ইউনিয়নের কচাবুনিয়া এলাকায় ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে আমার ওপর হামলা হয়। আমাকে দেখে তারা অশ্লীল ভাষায় স্লোগান দিতে থাকেন, একপর্যায়ে বাঁশ ও কাঠ নিয়ে আমার ওপর হামলা করা হয়। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।
এবিএম রুহুল আমিনের সহকারী সোহেল জানান, কচাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি কিছু দুর্বৃত্ত দখল করেছে এমন সংবাদে জাতীয় পার্টির প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার ছুটে গেলে বিনা উসকানিতে ডাব মার্কার সমর্থকরা হামলা চালায়। হামলায় আমিসহ পাঁচজন আহত হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, হামলার ঘটনা শুনেছি, তাৎক্ষণিক মোবাইল টিমসহ ঘটনাস্থলে গিয়েছি। বর্তমানে পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তবুও তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।
মাহমুদ হাসান রায়হান/এসএসএইচ