বরিশালের আঞ্চলিক ভাষায় মানুষকে হাসিয়ে জনপ্রিয়তা পেয়েছেন সাদ্দাম

বরিশালের আঞ্চলিক ভাষায় ইউটিউবে কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা পেয়েছেন সাদ্দাম মাল। মানুষকে হাসানোর কনটেন্ট তৈরি করে বরিশালের মানুষের মন জয় করে এখন বিনোদন ছড়িয়ে দিয়েছেন সারা দেশে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটার এই অভিনেতা ইতিমধ্যে তৈরি করেছেন প্রায় তিনশত কনটেন্ট। কাজ করেছেন বেশ কিছু টিভি নাটক ও সিনেমায়।
তবে অভিনেতা হয়ে ওঠার গল্পটা এত সহজ ছিল না তার। ছোট বেলায় বাবাকে হারিয়ে পরিবারের দায়িত্ব নিয়ে বেড়ে ওঠা সাদ্দাম বড় স্বপ্ন দেখতে ভালোবাসতেন। লেখালেখি ও অভিনয়ই ছিল তার সবচেয়ে পছন্দের জায়গা। তাই অভিনয়ে নিজের সবটুকু উজাড় করে দেন। ছোটবেলা থেকে স্কুলের বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে গ্রামীণ সব সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ মাতিয়ে রাখার দায়িত্ব ছিল তার। এক কথায় বলতে সাদ্দাম মাল মানেই যেন এক হাসির খোরাক।

একান্ত সাক্ষাৎকালে সাদ্দাম মাল ঢাকা পোস্টকে বলেন তার অতীতের গল্প, এগারো ভাই বোনদের মধ্যে সাদ্দাম সবার ছোট। ছোট বেলায় বাবাকে হারানো সাদ্দামের পরিবারে এখন রয়েছেন তার মা, স্ত্রী ও একটি সন্তান। অভিনেতা হয়ে ওঠার গল্প বলতে গিয়ে তিনি জানান, ছোট বেলায় স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক একটি কৌতুক অভিনয়ের মধ্যে দিয়ে মূলত অভিনয়ে পা রাখেন।
তিনি জানান, ছোটবেলা থেকেই অভিনয় করতে বেশ ভালো লাগতো। এ কাজকে তার সহজ মনে হতো। এভাবেই আস্তে আস্তে স্থানীয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলোতে অভিনয় করতে করতে স্থানীয় একটি শিল্পী গোষ্ঠীতে নাম লেখান তিনি। সেখান থেকে মঞ্চ অভিনয়ের মাধ্যমেই অভিনেতা পরিচয়ে বেড়ে ওঠেন।
বর্তমানে সাদ্দামের কাজের পরিধি বেড়েছে এবং তার করা উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে ইউটিউবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ধারাবাহিক পর্ব ক্রিমিনাল জামাই। টেলিভিশনে কাজের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে নিথর কোলাহল। পাশাপাশি এখন পর্যন্ত আটটি টেলিভিশন নাটক এবং দুটি সিনেমায় কাজ করেছেন তিনি। তার অভিনীত বকুল কথা এবং রাজকুমার সিনেমা দুটি এখন মুক্তির অপেক্ষায়।

কুয়াকাটা মাল্টিমিডিয়া নামের ইউটিউব চ্যানেলের মাধ্যমে অভিনয় শুরু করলেও বর্তমানে সাগরকন্যা মিডিয়া নামের একটি ইউটিউব চ্যানেল নিয়েই কাজ করেন তিনি। অভিনয়ের সঙ্গেই থাকতে চান সারাজীবন। অভিনয়কে মন থেকে ভালোবাসেন বলেই এই জগৎকে নিজের মনে করেন তিনি।
ঢাকা পোস্টের দর্শকদের উদ্দেশ্য তিনি বলেন, ঢাকা পোস্টের সকল দর্শকদের অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা থাকবে। আপনারা সবাই ঢাকা পোস্ট পরিবারের সঙ্গে থাকবেন। এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম। আমি নিজেও সব সময় ঢাকা পোস্ট দেখি কেননা ঢাকা পোস্ট সব সময় সত্যিকারের খবর তুলে ধরে মানুষের কাছে। আমি সর্বদা ঢাকা পোস্টের মঙ্গল কামনা করি।
এএএ