দুইদিনের ব্যবধানে আবারও অটোরিকশা ছিনতাই, চালককে খুন

শেরপুরে গত দুইদিনের ব্যবধানে আবারও অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরের দিকে নালিতাবাড়ী উপজেলার ঘাকপাড়া এলাকা থেকে মোশারফ হোসেন (৪২) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মোশারফ হোসেন নালিতাবাড়ী উপজেলার পিঠাপুনি গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে।
পুলিশ এবং পরিবার সূত্রের জানা যায়, বুধবার অটোরিকশা চালক মোশারফ ওষুধ ও বেগুন কেনার জন্য নিজের অটোরিকশা নিয়ে কাকরকান্দি বাজারে যান। এরপর রাত সাড়ে ১১টা পর্যন্ত বাড়ি না ফেরায় স্ত্রী মাহমুদা বাড়ির লোকদের জানান এবং মোশারফের ব্যবহৃত মোবাইলে কল দিলে ফোনটি বন্ধ পান। পরে সকালে আত্মীয়-স্বজন মিলে আশপাশের এলাকায় তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘাকপাড়া পাকা সড়কের পাশের ধানক্ষেতে তার মরদেহের সন্ধান পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, নিহতের গলায় গামছা প্যাঁচানো ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে, গত ১১ মার্চ রাতে জেলার নকলা উপজেলার দক্ষিণ নকলা এলাকার অটোচালক আসাদুজ্জামান নিখোঁজ হলে ১২ মার্চ তার মরদেহ মাটিচাপা দেওয়া অবস্থায় নকলা-নালিতাবাড়ী মহাসড়কের চেপাকুড়ি ব্রিজ এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। পরে ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করে।
এএএ