কৃষিজমির মাটি কাটায় আড়াই লাখ টাকা জরিমানা

খাগড়াছড়িতে কৃষিজমির উপরিভাগের মাটি কাটায় সেলিম অ্যান্ড ব্রাদার্স নামে একটি ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ এপ্রিল) সকালে জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন জানান, সকালে সরকারি কাজে যাওয়ার পথে ইটভাটার জন্য অবৈধভাবে কৃষিরজমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়ার দৃশ্য চোখে পড়ে। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অবৈধভাবে উপরিভাগের মাটি কাটায় ইটভাটার মালিক মো. সেলিমকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, যত প্রভাবশালী ব্যক্তিই হোক না কেন অবৈধভাবে কৃষিজমির মাটি কাটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগেও অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে সেলিম অ্যান্ড ব্রাদার্সকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
জাফর সবুজ/আরএআর