কৃষক বাঁচাতে টমেটোর হিমাগার স্থাপনের দাবি

‘কৃষি বাঁচাও-কৃষক বাঁচাও ও দেশ বাঁচাও’ স্লোগান নিয়ে টমেটোসহ সব ফসলের লাভজনক দাম নিশ্চিত করতে ও দিনাজপুরে টমেটোর হিমাগার নির্মাণের দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর শাখা মানববন্ধন করেছে।
শনিবার (২৪ এপ্রিল) সকালে দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখ সড়কে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর জেলা শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেন সংগঠনের নেতাকর্মী ও সর্মথকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের কৃষক সমাজ আজ অবহেলিত। তারা কৃষিপণ্যের লাভজনক দাম পান না। কৃষকরা দিনরাত পরিশ্রম করে উৎপাদিত পণ্যের দাম নিয়ে চরম বিপাকে পড়েন। এমন এক পণ্য টমেটো, যা কিনা সঠিক সময়ে বিক্রি করতে না পারলে ফেলে দিতে হয়। এই ফসল (টমেটো) ঘরে তুলে সংরক্ষণ করা সম্ভব হয় না। তাই কৃষক দীর্ঘ সময় ধরেই টমেটোসহ কৃষিপণ্যের ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়ে আসছেন।
বক্তারা সরকারের কাছে দাবি করে বলেন, দিনাজপুরের কৃষকদের বাঁচাতে হলে অবশ্যই একটি টমেটো হিমাগার স্থাপন করতে হবে।
এ সময় কৃষক সমিতি দিনাজপুরের সভাপতি অধ্যাপক বদিউজ্জামান বাদলের সভাপতিত্বে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর শাখার সম্পাদক দয়ারাম রায়, অধ্যাপক আবদুল বারী, সংগঠক সিপিবি অ্যাডভোকেট রেজাউল ইসলাম রাজু, দুর্জধন রায়, হারুন অর রশীদ হিমেল, অঞ্জনী রানী রায় প্রমুখ।
মো.মাহাবুর রহমান/এনএ