দিনাজপুরে করোনায় প্রাণ গেল আরও দুজনের

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময় জেলায় ২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে ১০৮ জনের মৃত্যু হল।
শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সদর উপজেলায় ১০ জন, বিরামপুরে ১, বিরলে ১, ফুলবাড়ীতে ৫, হাকিমপুরে ১, ফুলবাড়ীতে ৫ ও চিরিরবন্দরে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৫ হাজার ২৯২ জন করোনায় আক্রান্ত হন।
মারা যাওয়া দুই ব্যক্তির মধ্যে একজন সদর উপজেলায় ও আরেকজন চিরিরবন্দর উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় দিনাজপুর পিসিআর ল্যাবে ১৩৪ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
জেলায় বর্তমান ৩২৮ জন ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ রয়েছে। তাদের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় রয়েছেন ২৩১ জন। করোনা শনাক্তের হার ১৭.৯১ শতাংশ।
মাহাবুর রহমান/এমএসআর