যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় হোটেল কর্মচারী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেলের সামনে ট্রাকের ধাক্কায় মো. শাহিন (৩৫) নামে এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন।
রোববার (১৪ ডিসেম্বর) ভোরের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত শাহিনের স্ত্রী পপি আক্তার জানান, আমার স্বামী যাত্রাবাড়ী এলাকায় একটি হোটেলে কাজ করে। রাতে হোটেলের কাজ শেষে করে বাসায় ফেরার পথে মাতুয়াইল মেডিকেলের সামনে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।
পপি আরো জানান, আমাদের বাড়ি হবিগঞ্জ জেলা লাখাই থানা এলাকায়। আমরা যাত্রাবাড়ীর সানারপাড় এলাকায় থাকতাম। আমাদের দুই সন্তান রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এসএএ/জেডএস