সাভার থেকে অপহৃত শিশু মানিকগঞ্জে উদ্ধার

সাভারের উলাইল এলাকা থেকে অপহরণের ৫ দিন পর ইসতেফাত হোসেন সোহান (১০) নামে এক শিশুকে মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব-৪ এর একটি দল। এ সময় অপহরণকারী চক্রের তিন সদস্যকেও আটক করে র্যাব।
মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ওই শিশুকে উদ্ধার করে র্যাব-৪।
আটকরা হলেন, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপালপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মো. করিম বেপারী (২৯), সদর উপজেলার নবগ্রাম এলাকার মো. তোতা মিয়ার ছেলে মো. বাদশা ওরফে রাজা (৩৫) এবং একই এলাকার মো. হারুনের ছেলে মো. হাবু মিয়া (৪৫)।
বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-৪ এর মানিকগঞ্জ কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপহৃত শিশু সোহান ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বাগনামারী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। প্রায় ছয় থেকে সাত বছর আগে তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। তারপর থেকে শিশুটি মামা-মামির সঙ্গে সাভারের উলাইল এলাকার কন্যা পাড়ায় থাকে। অপহৃত শিশু সোহানের মা সৌদি আরব প্রবাসী।
তিনি আরও বলেন, শুক্রবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে সাভারের উলাইল এলাকা থেকে সোহানকে বিভিন্ন লোভনীয় খাবারের লোভ দেখিয়ে অপহরণ করে তারা। সেখান থেকে শিশুটিকে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম এলাকায় একটি বাড়িতে নিয়ে যায় অপহরণকারীরা।
অজ্ঞাত ওই বাড়ির ভেতরে নেওয়ার পর অপহরণকারীরা শিশুটির হাত ও চোখ-মুখ বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন করে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে বিষয়টি র্যাবকে জানালে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। অভিযানে আটক তিন অপহরণকারীকে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। শিশুটিকে তার স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে।
সোহেল হোসেন/এসপি