ভারত ফেরত ৯৯ জন নড়াইলে কোয়ারেন্টাইনে

ভারত থেকে আগত ৯৯ জন বাংলাদেশি নাগরিককে নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের রাখা হয়েছে। তারা নড়াইল, যশোর, খুলনা ও মাগুরা জেলার বাসিন্দা।
শনিবার (১ মে) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সিভিল সার্জন ডা. নাছিমা আক্তারসহ প্রশাসনের কর্মকর্তারা নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় ভারত থেকে আগত কোয়ারেন্টাইনে থাকা এসব নাগরিকদের সামগ্রিক বিষয়ে খোঁজ খবর নেন।
প্রসঙ্গত, করোনা সতর্কতায় নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ডরমেটরি ভবনে ১০০ বেডের কোভিড ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত করা হয়েছিল। বর্তমানে সেখানেই ভারত থেকে আগতদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) ভারত থেকে বেনাপোল সিমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। তাদের রাত ১১টার দিকে যশোর থেকে নড়াইলে আনা হয়।
মোহাম্মদ মিলন/এমএএস