পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পটুয়াখালীতে মোটরসাইকেল-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১ মে) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গলাচিপার আটখালী ছোট চৈতা এলাকার বাসিন্দা বঙ্কিম চন্দ্রের ছেলে নিহত জয়ন্ত চন্দ্র ও একই এলাকার বাসিন্দা নেপাল ভূইয়া ছেলে নিহত অপূর্ব ভূইয়া।
স্থানীয় বাসিন্দা মো. ইলিয়াস হোসেন বলেন, জয়ন্ত ও অপূর্ব মোটরসাইকেল যোগে গলাচিপা থেকে পটুয়াখালী আসছিল। তাদের মোটরসাইকেলটি বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা বাজার অতিক্রমকালে পটুয়াখালী থেকে আসা আমতলীগামী মালবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জয়ন্ত ও অপূর্ব মারা যায়।
পটুয়াখালী সদর থানা পুলিশের এসআই মো. মিজান বলেন, এ ঘটনায় জড়িত আমতলীগামী পিকাপের কাউকে আটক করা যায়নি। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস