জামালপুরে আন্দোলনে আটকা পড়েছে ট্রেন, চলছে বিক্ষোভ

জামালপুরে কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ ও ট্রেন লাইন অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ২ ঘণ্টা ধরে জামালপুর রেলওয়ে স্টেশন আটকা পড়ে আছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) জামালপুর শহরের গেইটপাড়া এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকে রেলপথ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। ওই জায়গায় পুলিশ, বিজিবি ও ম্যাজিস্ট্রেট রয়েছেন।
শহরের গেইটপাড়া এলাকায় বেলা ১১টা থেকে আন্দোলনকারীরা এক এক করে একত্রিত হতে থাকেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করেই আন্দোলনকারীরা বেরিয়ে আসতে শুরু করেন। এ সময় রেলওয়ে স্টেশন থেকে তিস্তা এক্সপ্রেস ট্রেনটির সামনের দিকে এগিয়ে আসতে থাকলে তারা রেলপথ ও সড়ক অবরোধ করে। ফলে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশকে দেখে, ‘ভূয়া ভূয়া, খুনি খুনি’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে আছে।
জামালপুর রেলওয়ে স্টেশনের কর্মকর্তা মো. উজ্জ্বল বলেন, জামালপুর রেলওয়ে স্টেশনে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে আছে।
রকিব হাসান নয়ন/আরকে