চাকসুর ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন দুই হাজার শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী চিকিৎসা সেবা পেয়েছেন।
রোববার (৭ ডিসেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ক্যাম্পের উদ্বোধন করেন।
দিনব্যাপী চলা ক্যাম্পে ১২টি বুথে ৮ বিভাগের প্রায় ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেন। সেবার মধ্যে ছিল- কার্ডিওলজি, মেডিসিন ও ডায়াবেটিস, ফিজিও মেডিসিন, গাইনোকোলজি ইত্যাদি। পাশাপাশি শিক্ষার্থীরা বিনামূল্যে ওষুধও পেয়েছেন।

চাকসুর এ উদ্যোগের প্রশংসা করে এক নারী শিক্ষার্থী বলেন, আমাদের ক্যাম্পাস শহর থেকে অনেক দূরে হওয়ায় শিক্ষার্থীরা ঠিকমতো চিকিৎসা সেবা পায় না। তাছাড়া চবির মেডিকেল সেন্টারেও চলে নামকাওয়াস্তে চিকিৎসা। তাই ক্যাম্পাসে ফ্রি মেডিক্যাল ক্যাম্প পেয়ে আমরা সত্যিই আনন্দিত। ডাক্তাররা খুব মনোযোগ দিয়ে আমাদের সমস্যাগুলো শুনেছেন। প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ওষুধও পেয়েছি।
আয়োজন সম্পর্কে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, চাকসু নির্বাচনের সময় আমাদের অন্যতম ইশতেহার ছিল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা উন্নত করা এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। তার ধারাবাহিকতায় আজকের এই মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়েছে। আমরা প্রতি মাসে এমন ক্যাম্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. এ. কে. এম. ফজলুল হক বলেন, আজকের ক্যাম্পে বিভিন্ন বিভাগের প্রায় ২০ জন অভিজ্ঞ ডাক্তার ও নার্স অংশ নিয়েছেন। আশা করি শিক্ষার্থীরা যথাযথ চিকিৎসা পাবে। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আমাদের হাসপাতালে ৫০ শতাংশ ছাড়ের একটি চুক্তি শিগগিরই বাস্তবায়ন হবে।
আতিকুর রহমান/এআরবি