যুবলীগ-ছাত্রলীগের সঙ্গে বিএনপির সংঘর্ষে আহত ৩

চট্টগ্রাম নগরীর কামালবাজার এলাকায় যুবলীগ-ছাত্রলীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে যুবলীগের এক কর্মীসহ কয়েকজন আহত হয়েছেন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (০২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নগরীর চান্দগাঁও থানার মোহরা কামালবাজার এলাকায় এ ঘটেছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন সন্ধ্যায় মোহরা ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থী ও চান্দগাঁও থানা বিএনপির সভাপতি মো. আজমের বাসভবনে সাংগঠনিক বৈঠকে যান।
সেখানে বিএনপির কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় পথে যুবলীগের কর্মীদের সঙ্গে মারামারি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় যুবলীগ নেতা মোহাম্মদ তৌহিদ ইরফান ছুরিকাঘাতে আহত হন। এছাড়াও বিএনপির দুই কর্মীও আহত হয়েছেন।
চান্দগাঁও থানা বিএনপির সভাপতি মো. আজম বলেন, আমরা মোহরার ৫ নম্বর ওয়ার্ডে নগর বিএনপির করোনাসামগ্রী বিতরণের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানও যথারীতি শুরু করি। হঠাৎ সেখানে আমাদের ওপর হামলা চালানো হয়। পরে জানতে পারি তারা যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মী।
চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো. নূরন নবী সাহেদ বলেন, বিএনপির অনুষ্ঠান থেকে জাতির জনক বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনাকে কটূক্তি করা হলে যুবলীগের কয়েকজন বাধা দিলে তাদের মারধর করা হয়। খবর পেয়ে ছাত্রলীগ ঘটনাস্থলে গিয়ে তাদের প্রতিহত করে।
এ বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, ‘যুবলীগ-ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে মারমারির ঘটনা ঘটে। কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।’
এমএসআর