কুষ্টিয়ায় ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল রাজমিস্ত্রির

কুষ্টিয়ার কুমারখালীতে ত্রিমুখী সংঘর্ষে নিজাম উদ্দিন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। শনিবার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কালুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিজাম উদ্দিন উপজেলার শিলাইদহ ইউনিয়নের নাউথী গ্রামের মৃত আনসার উদ্দিনের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কালুর মোড় এলাকায় একটি পিকআপ ভ্যান ও ট্রলি উল্টে যায়। এ সময় মোটরসাইকেল চালক নিজাম উদ্দিন নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
কুষ্টিয়ার চৌড়হাঁস হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জুলহাস উদ্দিন বলেন, কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কালুর মোড় এলাকায় উল্টে যাওয়া একটি পিকআপ ভ্যানের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় মোটরসাইকেল চালক। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী।
তিনি আরও বলেন, এ ঘটনায় একটি পিকআপ ভ্যান, একটি ট্রলি (গরুবহনকারী গাড়ি) ও নিহতের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে পিকআপ ও ট্রলির চালক পালিয়ে যায়। তাদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসপি