আন্দোলনে নিহত ছাত্র আসিফের কবর জিয়ারত করলেন জামায়াতের নেতারা

কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় গুলিতে নিহত হন নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আসিফ হাসান।
গতকাল নিহত আসিফ হাসানের কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার নেতারা।
দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামে আসিফ হাসানের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারাত ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জেলা জামায়াতের আমির হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
আরও পড়ুন
গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আসিফ হাসান। আসিফ দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামের মাহমুদ আলম গাজীর ছেলে ও নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
ইব্রাহিম খলিল/এনএফ