হাসপাতালের সেপটিক ট্যাংকে মিলল শিশুর লাশ, আটক ১

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিনদিন শিশু রোহানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের পেছনের সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে নয়ন (১২) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
আটক নয়ন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের আরামবাগ মাদরাসা মসজিদ সংলগ্ন এলাকার মৃত বাবুর ছেলে।
শিশু রোহানের মরদেহ উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করে রোববার সকাল সাড়ে ১০টার দিকে ব্রিফিং করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান। তিনি বলেন, গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে নিখোঁজ হয় রোহান। এরপর রোহানের পরিবার থানায় অভিযোগ করেন। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করে। বিভিন্ন গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ দেখে শনিবার রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের পেছনের সেপটিক ট্যাংক থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে অপহরণকারী কিশোরকে আটক করে পুলিশ। রাতে সদর মডেল থানায় নিয়মিত হত্যা মামলা হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত রহস্য উৎঘাটন করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শিশু রোহানকে জীবিত অবস্থায় সেপটিক ট্যাংকে ফেলে দেয় ওই কিশোর।
শিশু রোহানের মামা বলেন, এর আগে কখনও এ ধরনের ঘটনা ঘটেনি। হত্যাকাণ্ডে যারা জড়িত তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ন্যাক্কারজনক এ ঘটনার ধিক্কার জানাই। আল্লাহ রোহানের পরিবারকে ধৈর্য্য ধরার তৌফিক দান করুক।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে শিশু রোহান শহরের মসজিদ পাড়া ভেলুর মোড় এলাকা থেকে নিখোঁজ হয়।
এসপি