এক কোটি মানুষ সরকারের খাদ্য সহায়তা পেয়েছে : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, করোনায় ১ কোটি মানুষ সরকারের খাদ্য সামগ্রী পেয়েছে। শনিবার (০৮ মে) বেলা ১১টায় নাটোরের সিংড়া পৌরসভার কর্মহীন ৪ হাজার ৬২১ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার অর্থ বিতরণের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সিংড়ার দমদমা কলেজে আগে একটি ভবন ছিল, এখন তিনটি ভবন উপহার দিতে পেরেছি। সিংড়া হাসপাতালে চিকিৎসা সেবা বেড়েছে। সাড়ে ৪ কোটি শিক্ষার্থী অনলাইনে ক্লাস করার সুবিধা পাচ্ছে। জনাব সজিব ওয়াজেদ জয়ের ঐকান্তিক প্রচেষ্টায় করোনার দুর্যোগে মানুষ অনলাইন সেবা পাচ্ছে। টেলিমেডিসিন সেবায় গরিব, অসহায় মানুষ বিশেষজ্ঞ ডাক্তারের সেবা পাচ্ছে। ৩৩৩ এ কল সেন্টারে ফোন করে ৭ লাখ মানুষ খাদ্য সহায়তা পেয়েছে।
সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার এম.এম.সামিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, পিআইও আল আমিন সরকার, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গির আলম প্রমূখ।
তাপস কুমার/এসপি