শীতার্তের মাঝে কম্বল বিতরণ

লক্ষ্মীপুরে ফরিদা-মাসুমা জনকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ২ হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে ট্রাস্টের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রো-উপাচার্য (শিক্ষা) ড. এ এস এম মাকসুদ কামাল এ কম্বল বিতরণ করেন।
মাকসুদ কামালের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি এলাকায় এ আয়োজন করা হয়।
ট্রাস্ট সূত্র জানায়, প্রচণ্ড ঠান্ডায় নিম্ন আয়ের মানুষ শীতবস্ত্র কিনতে পারে না। মহামারি করোনার প্রকোপেও তাদের জীবন বিপর্যস্ত। এতে শীতার্ত মানুষের পাশে ফরিদা-মাসুমা জনকল্যাণ ট্রাস্ট এগিয়ে এসেছে।
গত কয়েকদিন ট্রাস্টের উদ্যোগে সদর উপজেলার লাহারকান্দি, হাজিরপাড়া, ভাঙ্গাখাঁ, মান্দারী ও দক্ষিণ হামছাদী ইউনিয়সহ লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। করোনার মহামারিতে দরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন জনহিতকর কাজ করা হয়েছে।
ট্রাস্টের চেয়ারম্যান ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, আমাদের সকলের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।
এমএসআর