সংবিধান সংস্কার হওয়া পর্যন্ত দেশ চালাবে অন্তর্বর্তী সরকার
যতদিন দেশের সংবিধান সংস্কার হবে না ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি টাউন হলে আয়োজিত ছাত্রজনতার সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে তারা বলেন চাঁদাবাজি আগের মতোই রয়েছে। শুধু পরিবর্তন হয়েছে মানুষের।
আরও পড়ুন
তিনি হুঁশিয়ার করে বলেন, যারা ছাত্র আন্দোলনকে পুঁজি করে আবার নতুন করে চাঁদাবাজ, টেন্ডারবাজ, সিন্ডিকেটের পুনর্বাসন করতে চাচ্ছেন, আপনাদের রাজনৈতিক ইতিহাস যতো সমৃদ্ধ থাকুক না কেন ছাত্রজনতা আপনাদের প্রতিহত করবে।
এ সময় চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সারা দেশে জনমত গঠনের অংশ হিসেবে খাগড়াছড়ি সফরে আসেন কেন্দ্রীয় নেতারা।
এর আগে নির্ধারিত সফরে খাগড়াছড়ি আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ সফর সঙ্গীরা। বিকেল ৩টায় খাগড়াছড়ি টাউন হলে ছাত্রজনতার সঙ্গে মতবিনিময়সভা করার সিদ্ধান্ত থাকলেও যথাসময়ে পৌঁছাতে পারেনি অতিথিরা। সন্ধ্যা ৬টায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সভাস্থলে পৌঁছালে ছাত্রদের মধ্যে হট্টগোল বেঁধে যায়। পরে সংক্ষিপ্ত করা হয় সমাবেশ।
মোহাম্মদ শাহজাহান/এমএ