তিন ঘণ্টা পর সোনারগাঁয়ে কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকায় কনকা ইলেক্ট্রনিকস কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ১২ ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রোববার (০৩ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সোয়া ১০টার দিকে উপজেলার মোগড়াপাড়ার ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুনে কয়েক হাজার টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ।
সোনারগাঁ, বন্দর, মণ্ডলপাড়া, গজারিয়া ও ঢাকাসহ ফায়ার সার্ভিসের মোট ১২ ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানার শ্রমিকরা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকার কনকা ইলেক্ট্রনিকস কারখানায় রোববার সকাল ১০টার দিকে কাজ শুরু করেন শ্রমিকরা। সোয়া ১০টার দিকে কারখানার তিনতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে; বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন ঘরে যায়।
মুহূর্তের মধ্যে আগুন কারখানার চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার ভেতরে থাকা শ্রমিকরা জানালা ও মূল ফটক দিয়ে দৌড়ে বেরিয়ে যান। এতে দুই শ্রমিক আহত হন।
খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আশপাশের উপজেলা, ডেমরা ও ঢাকার ১০ ইউনিট এবং মেঘনা ইকোনমি জোনের দুই ইউনিটসহ ১২ ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ঢাকা ফায়ার সার্ভিস স্টেশনের মিডিয়া উইং রায়হান বলেন, সোনারগাঁ ও ঢাকাসহ ফায়ার সার্ভিসের ১২ ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে পুড়ে যাওয়া মালামালের ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি।
এএম