গাজীপুরে বিএনপি-যুবদলের দুই নেতা আটক
গাজীপুর সদরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও যুবদলের দুই নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার (২০ অক্টোবর) রাতে নিজ বাসা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খান এবং গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ। তাদের বিরুদ্ধে চাঁদা দাবি এবং হুমকি-ধমকিসহ নানা অভিযোগ রয়েছে। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কাউন্সিলর নির্বাচন করায় দল থেকে ফারুক খানকে বহিষ্কার করা হয়।
জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ফারুক খানের নেতৃত্বে গাছা থানার বোর্ড বাজার এলাকার বিভিন্ন কারখানায় ঝুট দখলের নামে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।
গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শিহাব খান/আরএআর