ভারত থেকে মায়ের কাছে ফেরা হলো না, গারো পাহাড়ে মিলল মরদেহ
শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ের সীমান্ত এলাকার ঢালুকোনা থেকে সোহেল রানা (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সোহেল রানা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আমতলা গ্রামের নূরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, আজ বিকেলে নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের ঢালুকোনা এলাকার লোকজন অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে একটি জিডি ও পুলিশের ম্যাসেজ থেকে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ।
নিহত সোহেল রানার মামাতো ভাই শরিফ বলেন, প্রায় চার বছর আগে বাড়ি থেকে রাগ করে বের হয়ে ভারত চলে যায় সোহেল। গত কিছু দিন আগে তার মায়ের সঙ্গে যোগাযোগ হয় তার। সোহেলের মা এবং পরিবার তাকে বারবার বাড়ি ফেরার জন্য বললে সোহেলও বাড়ি আসার জন্য রাজি হয়। আজ সকালে একটি গ্রামীণ নম্বর থেকে পরিবারকে ফোনে জানানো হয় সোহেল রানা মারা গেছে। এরপর আমরা পুলিশ ও বিজিবির সঙ্গে যোগাযোগ করি। বিকেলে নালিতাবাড়ী থানা থেকে আমাদেরকে একটি মরদেহ উদ্ধারের বিষয়ে জানানো হয়, সঙ্গে ছবি দেওয়া হয়। ছবি দেখে মরদেহটি সোহেল রানার বলে আমরা নিশ্চিত করি। যে ফোন নম্বর থেকে যোগাযোগ করা হয়েছে ওই ফোন নম্বরটি এখন বন্ধ।
নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানোয়ার হোসেন বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছি। নিহতের পরিবারের লোকজন আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো. নাইমুর রহমান তালুকদার/এমজেইউ