ভাতিজার ছোড়া বল্লমে চাচা নিহত

যশোরের শার্শার অগ্রভুলোটে জায়গাজমি-সংক্রান্ত বিরোধ নিয়ে ভাতিজা দেলোয়ারের (২২) ধারালো অস্ত্রের আঘাতে চাচা আবদুল মজিদ (৫১) হত্যার শিকার হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নিহত আবদুল মজিদের বাড়িতে এ খুনের ঘটনা ঘটে।
নিহত আবদুল মজিদ অগ্রভুলোট গ্রামের গফুর সরদারের ছেলে। দেলোয়ার একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তবিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ভিটেবাড়ির সীমানা নির্ধারণ নিয়ে আবদুল মজিদের সঙ্গে তার ভাতিজা দেলোয়ার হোসেনের কথা-কাটাকটি হয়। এ সময় দেলোয়ারের হাতে থাকা বল্লম ছুড়ে মারেন আবদুল মজিদের শরীরে। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই নিহত হন আবদুল মজিদ। পরে দেলোয়ার পালিয়ে যান।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বিষয়টি নিশ্চিতক করে ঢাকা পোস্টকে জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
আতাউর রহমান/এনএ