বিধবার পাশে দাঁড়ালেন এমপি একরাম

নোয়াখালীর সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ঘর পুড়ে যাওয়া বিধবা ননী বেগমের পাশে দাঁড়ালেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। শুক্রবার (২১ মে) দুপুর আড়াইটায় ননী বেগমকে তিনি নগদ ২৫ হাজার টাকা অনুদান দেন। এ সময় তাকে একটি ঘর নির্মাণ করে দেওয়ারও আশ্বাস দেন তিনি।
এর আগে বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যা ৭টায় রান্নাঘরের চুলার আগুনে ভস্মীভূত হয়ে যায় ওই নারীর একমাত্র সম্বল থাকার ঘর। এ সময় ঘরে রাখা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টায় ননী বেগমের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তার ঘর পুড়ে ছাই হয়ে যায়। এরপর স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
একরামুল করিম চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, অসহায় ননী বেগমের ঘর পুড়ে যাওয়ার খবর পেয়ে আমি ছুটে গিয়েছি। এ সময় তার হাতে নগদ ২৫ হাজার টাকা দিয়েছি। খুব দ্রুত তাকে একটি ঘর নির্মাণ করে দেওয়া হবে।
এ সময় নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ননী বেগম ঢাকা পোস্টকে বলেন, আমি ১ সন্তান নিয়ে মানুষের সাহায্যে চলি। আগুনে আমার সব শেষ হয়ে গেছে। এমপি স্যার আমাকে ঘর করে দেবেন বলেছেন।
হাসিব আল আমিন/এমএসআর/জেএস