বড়শি দিয়ে নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে উজ্জল মিয়া (৩২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে নদীর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। উজ্জল মিয়া ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকার কাজল মিয়ার ছেলে।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বড়শি দিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যান উজ্জল। নদীতে বড়শি ফেলার পর হঠাৎ তিনি পানিতে পড়ে যান। তার মৃগীরোগ ছিল, হয়তো এ কারণেই পানিতে পড়ে তিনি আর উঠতে পারেননি বলে মনে করছেন স্থানীয়রা।
খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত নদীতে তার খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
ভৈরব ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা সামসুল আলম জানান, নদীতে ৫ ঘণ্টা ধরে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি, এখনও চেষ্টা চলছে।
এসকে রাসেল/এমএসআর/জেএস