হাতকড়া নিয়ে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতা

চুয়াডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন ছাত্র আন্দোলনে নাশকতার মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন। এ সময় তার হাতে হাতকড়া পরানো ছিল।
বুধবার (১১ ডিসেম্বর) ওই নেতার হাতকড়া পরিহিত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
এর আগে মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্যারোলে মুক্তি পান জাহাঙ্গীর হোসেন। এরপর হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজায় অংশ নেন।
জাহাঙ্গীর হোসেন পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি। নাশকতার অভিযোগে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার হয়ে গত ১২ নভেম্বর থেকে তিনি কারাগারে আছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে স্টোকজনিত কারণে জাহাঙ্গীরের মা আলেয়া খাতুনের (৭০) মৃত্যু হয়। এরপর পরিবারের পক্ষ থেকে মায়ের দাফনে অংশ নিতে জাহাঙ্গীরের প্যারোলে মুক্তি চেয়ে জেলা প্রশাসকের নিকট আবেদন করা হয়। পরে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাকে মুক্তির অনুমতি দেওয়া হয়।
এরপর পুলিশি প্রহরায় প্রথমে নিজের বাড়িতে যান জাহাঙ্গীর। হাতকড়া পরেই মায়ের মরদেহের খাট বহন করেন এবং জানাজা ও দাফনে অংশ নেন। জানাজার সময় তার হাতকড়া পরিহিত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অনেকেই সমালোচনা করেছেন এই বিষয়টি নিয়ে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, জাহাঙ্গীর হোসেনকে সর্বক্ষণিক পুলিশি পাহারায় থাকতে হবে।
আফজালুল হক/এএমকে