রাঙামাটিতে হোটেল মালিক ও পর্যটককে জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করে রাঙামাটির আবাসিক হোটেলে পর্যটক রাখায় তিন হোটেল মালিক ও আট পর্যটককে জরিমানা করা হয়েছে। শনিবার (২২ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরজুড়ে আবাসিক হোটেল ও পর্যটন স্পটে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট মো. আবদুর রহমানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত।
শহরের বনরুপা, পৌরসভা এলাকা, পুরাতন বাসস্ট্যান্ড এলাকা, দোয়েল চত্বর, পর্যটন-ঝুলন্ত ব্রিজ এবং রিজার্ভ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় পর্যটক রাখার অপরাধে তিনটি হোটেল মালিককে ১৩ হাজার টাকা, হোটেলে অবস্থানরত চার পর্যটককে ২ হাজার ৪০০ টাকা, পর্যটন ঝুলন্ত সেতুতে ঘুরতে যাওয়া চার পর্যটককে ৪ হাজার টাকা জরিমানা করেন।
হোটেলগুলো পর্যটক রাখায় আবাসিক হোটেল ডি মারিয়াক ৫ হাজার টাকা, হোটেল সাংহাই ইটারন্যাশনালকে ৫ হাজার টাকা, পুরাতন বাসস্টেশন এলাকায় হোটেল আল হাসানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া হোটেলগুলোয় অবস্থান করার অভিযাগ চার পর্যটককে ৬০০ টাকা করে ২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান জানান, করোনা সংক্রমণ রোধে গত ১ এপ্রিল থেকে সব পর্যটন স্পট বন্ধ রাখা এবং আবাসিক হোটেলগুলোয় পর্যটক না রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু কিছু হোটেল মালিক এই নির্দেশনা মানছেন না। তাই আমরা তাদের জরিমানা করেছি। পাশাপাশি পর্যটকদেরও জরিমানা করা হয়েছে পর্যটনমুখী হওয়া থেকে নিরুৎসাহিত করতে।
এ ছাড়া এদিন উপজেলা পরিষদের স্টেশন ক্লাব-সংলগ্ন পুকুরে মাটি কাটার অপরাধ একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
মিশু মল্লিক/এনএ