অবশেষে মেডিকেলে ভর্তির টাকা দিলেন ডিসি

মেডিকেল কলেজে সুযোগ পাওয়া এক শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিয়েছে বগুড়া জেলা প্রশাসন। রোববার বিকেলে ওই শিক্ষার্থীর হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
টাকার অভাবে ভর্তি হতে না পারা কুমারী পঞ্চমী রানী চেক পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বগুড়ার শিবগঞ্জের বামুনিয়া এলাকার দরিদ্র পরিবারের সন্তান। তারা বাবা দিনমজুর। চলতি শিক্ষাবর্ষে ওই শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
জানা গেছে, ওই শিক্ষার্থী মেডিকেলে ভর্তির খরচসহ আর্থিক সাহায্যের আবেদন করলে বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক তার স্বেচ্ছাধীন তহবিল থেকে ২০ হাজার টাকার আর্থিক সাহায্যের চেক তুলে দেন এবং তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেন।
জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, দরিদ্র মেধাবীদের পাশে আমাদের সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেশা উচিত। মেধাবীরা একদিন ভালো অবস্থানে থেকে দেশের উন্নয়নে কাজ করবে। প্রতিটি সামর্থ্যবান মানুষের উচিত তার আশপাশের দরিদ্র মেধাবীদের পাশে দাঁড়ানো।
ভর্তির টাকার চেক পেয়ে দরিদ্র মেধাবী কুমারী পঞ্চমী রানী জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি আমার পড়াশোনা শেষ করে দেশের গরিব মানুষকে চিকিৎসা সেবা দিতে চাই। বিশেষ করে এদেশের অবহেলিত যারা বিনা চিকিৎসা মারা যায়, তাদের চিকিৎসা করতে চাই। সেইসঙ্গে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার দৃঢ়প্রত্যয়ের কথা জানান।
সাখাওয়াত হোসেন জনি/এমএএস