সুনামগঞ্জে নৌকার প্রচারণায় কেন্দ্রীয় নেতা নাদেল

সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নাদের বখতের নৌকা প্রতীকের পক্ষে সোমবার (০৪ জানুয়ারি) শহরে প্রচারণার চালিয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
সন্ধ্যায় তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান এবং নৌকা প্রতীকে ভোট চান।
প্রচারণার সময় কেন্দ্রীয় নেতা শফিউল আলম চৌধুরীর সঙ্গে সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি খায়রুল কবির রুমেন, মেয়র প্রার্থী নাদের বখতের ছোট ভাই জেলা ছাত্রলীগের সাবেক নেতা পলিন বখত, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আইনজীবী মনিষ কান্তি দে মিন্টু, দলের নেতা প্রদীপ পাল নিতাই, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী, বতর্মান সম্পাদক আশিকুর রহমান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী ১৬ জানুয়ারি সুনামগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ হবে। মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৫ জন। এর মধ্যে মেয়র পদে প্রার্থী তিনজন, কাউন্সিলর পদে ৪৯ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন রয়েছেন।
পৌরসভায় মেয়র পদে তিন প্রার্থীর মধ্যে অন্য দুজন হলেন বিএনপির মুর্শেদ আলম ও ইসলামী আন্দোলনের মোহাম্মদ রহমত উল্লাহ।
এমএসআর