জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আশিব হোসেন (২৭) নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল আরোহী মানিক হোসেন (৩০) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (০৪ জানুয়ারি) বিকেলে শিমুলতলী এলাকার জিয়ার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আশিব হোসেন বগুড়ার উপশহরের মৃত গোলাম রব্বানীর ছেলে। আহত মানিক হোসেন একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, বিকেলে আশিব ও মানিক মোটরসাইকেলযোগে তাদের মোটরসাইকেলের পার্টস নিতে হিলি বাজারে যাচ্ছিলেন।
পথে শিমুলতলী এলাকার জিয়ার মোড় নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগ্রামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আশিব নিহত হয়। পরে আহত মানিক হোসেনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এমএসআর