প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর, মা-মেয়েকে শ্লীলতাহানি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের ঘটনায় ৩ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ সময় বাধা দেওয়ায় ওই প্রবাসীর স্ত্রী হালিমা বেগম (৪০) ও মেয়ে নাজমীনকে (১৬) মারধর করে শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
সোমবার (২৪ মে) সকাল ৭টার দিকে উপজেলার দাউদপুরের কলিঙ্গা এলাকায় মালেশিয়া প্রবাসী দুলাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ হালিমা বেগম রূপগঞ্জ থানায় অভিযোগ করেন।
অভিযোগপত্রে জানা যায়, দাউদপুরের কলিঙ্গা গ্রামের প্রতিবেশী মৃত কফিল উদ্দিনের ছেলে সুজন মিয়া (২৮), দুলাল মিয়া (৩৫) ও কফিল উদ্দিনের স্ত্রী হেলেনা বেগমদের সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরে সোমবার সকালে হালিমা বেগমের বাড়িতে হঠাৎ ওই প্রতিবেশীরা সংঘবদ্ধভাবে সন্ত্রাসী হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে।
এ ঘটনায় হালিমা বেগম ও তার মেয়ে নাজমীন নাহার বাধা দিলে হামলাকারীরা তাদের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পাশাপাশি মা ও মেয়েকে একই ঘরে শ্লীলতাহানি করা হয়। এ সময় তাদের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে চিকিৎসার জন্য মা ও মেয়ে উভয়ে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
বিষয়টির সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ছানোয়ার হোসেন বলেন, এ ধরনের অভিযোগ পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়েছি। আর জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো. মাহবুবুর রহমান ভূঁইয়া/এনএ