ঝালকাঠিতে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ঝালকাঠির সদর উপজেলার বরিশাল-খুলনা মহাসড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক আল আরাফাহ ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখার কর্মকর্তা কামরুল ইসলাম হিমু ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী রানা তালুকদার গুরুতর আহত হন।
হিমু তার বাবা মোজাম্মেল হকের পেনশনের টাকা তুলে মোটরসাইকেলে করে রাজাপুরে মায়ের কাছে যাচ্ছিলেন। ছত্রকান্দায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চলে যায়।
সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার ছত্রকান্দায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় আশঙ্কাজনক অবস্থায় রানা তালুকদারকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে নিহত হিমুর আত্মীয় মাইনুল হক লিপু জানান, হিমু তার বাবা মোজাম্মেল হকের পেনশনের টাকা তুলে মোটরসাইকেলে করে রাজাপুরে মায়ের কাছে যাচ্ছিলেন। ছত্রকান্দায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চলে যায়।
স্থানীয় আবুল হোসেন জানান, দুর্ঘটনার পর আমরা এসে লাশ দেখতে পাই এবং রানা তালুকদারকে রক্তাক্ত পড়ে থাকতে দেখি। হিমুর মাথার ওপর দিয়ে ট্রাক যাওয়ায় তিনি দুর্ঘটনাস্থলেই মারা যান।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান ঢাকা পোস্টকে নিশ্চিত করে জানান, ট্রাকটিকে পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট থেকে আটক করা হয়েছে। চালক ও সহকারী পলাতক। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে এখনো কোনো মামলা হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন আছে।
এনএ