সন্তানকে কোলে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা, শিশুর মৃত্যু

ভোলার চরফ্যাশনে স্বামীর ওপর অভিমান করে শিশু সন্তানকে কোলে নিয়ে মেঘনায় ঝাঁপ দিয়েছেন মাইমুনা বেগম সুখী (২২) নামের এক নারী। এতে মাইমুনা বেঁচে গেলেও মারা গেছে তার দেড় বছরের ছেলে মো. ইসমাইলকে।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন প্রশান্তি পার্ক এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মো. ইসমাইল উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. আবদুর রহমানের ছেলে।
আরও পড়ুন
স্থানীয় সূত্রে জানা গেছে,পারিবারিকভাবে বিয়ে হয় মাইমুনা ও আব্দুর রহিমের। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন ভালোভাবে কাটলেও হঠাৎ করে তাদের দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। নানান বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া বিবাধ চলতো। সর্বশেষ গত শনিবার (১৮ জানুয়ারি) রাতে মোবাইল ফোন নিয়ে ঝগড়া হয় স্বামী-স্ত্রীর। ওইদিন সকালে ছেলে ইসমাইলকে ডাক্তারের কাছে নিবেন বলে মা মাইমুনা ঘর থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে যান। পরে দুপুরে বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীতে আত্মহত্যার উদ্দেশ্যে ছেলেকে নিয়ে ঝাঁপ দেন মা মাইমুনা। পরে বিষয়টি স্থানীয় পথচারীদের নজরে পড়লে তারা নদী থেকে দুই মা-ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইসমাইলকে মৃত ঘোষণা করেন।
মাইনুনার স্বামী আবদুর রহিম জানান, চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় আমাদের। সকালে আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল। এতে আমি মোবাইলটি ফেলে দেই। পরে মাইনুনা আমার সঙ্গে অভিমান করে ঘর থেকে বের হয়ে যান। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি তিনি নদীতে ঝাঁপ দিয়েছেন।
এ বিষয়ে চরফ্যাশন থানার উপ-পরির্দশক মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। কিন্তু নিহতের পরিবার থেকে এখনও কোনো অভিযোগ দেওয়া হয়নি।
এআইএস