মনপুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

ভোলার মনপুরায় বালুর জাহাজের নোঙর বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে চরফ্যাশন-মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের ১০ জন সমর্থক রয়েছে বলে জানা গেছে।
সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলম বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির ও মনপুরা উপজেলা বিএনপি সভাপতি শামসুদ্দিন চৌধুরী।
সংঘর্ষে আহতরা হলেন- মো. ইয়াছিন ও তার ছেলে মো. মামুন, মাইনুদ্দিন, সাগর, মাকসুদ, শামিম, হেলাল, আলাউদ্দিন, নুরু ও রাকিব, সুজন, রাসেল, সালাউদ্দিন, সাদ্দাম, হাসেম। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মনপুরা উপজেলা সংলগ্ন মেঘনা নদী থেকে একটি বালুর জাহাজের চুরি হওয়া একটি নোঙর বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে প্রথমে বিএনপির দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা হয়, পরে তারা মারামারিতে জড়ান। এসময় উভয় গ্রুপের ৩ জন আহত হন। উভয় গ্রুপ উপজেলা বিএনপি নেতাদের জানালে তারা বিষয়টির সমাধানের দিন ধার্য করলেও যেকোনো কারণবশত বিষয়টির সমাধান হয়নি। সেই মারামারির ঘটনার রেশ ধরেই সোমবার (২০ জানুয়ারি) তারা ফের সংঘর্ষে জড়ান।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মো. কবির হোসেন সোহেল জানান, আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশনে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
মনপুরা উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন চৌধুরী ঢাকা পোস্টকে জানান, উত্তর সাকুচিয়া ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে জানতে পেরেছি বালুর জাহাজের নোঙর বিক্রির টাকা নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খাইরুল ইসলাম/এমএ