নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, চালক নিহত

বাগেরহাটের ফকিরহাটে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইমরান হাওলাদার (২৮) এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৪ জানুয়ারি) রাতে বাগেরহাট-খুলনা মহাসড়কের উপজেলার খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান হাওলাদার খুলনা শহরের বানিয়াখামার এলাকার শহীদ আবুল সড়কের বাসিন্দা শাহজাহান হাওলাদারের ছেলে। তিনি পিকআপ চালাতেন।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন বলেন, রাতে বাগেরহাট থেকে খুলনাগামী পিকআপটি খাজুরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। চালক ইমরান হাওলাদার পিকআপের মধ্যে আটকে পড়েন। বাগেরহাট ফায়ার সার্ভিসের সহায়তায় পিকআপাটি কেটে চালককে উদ্ধারের পর বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরএআর