বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন শুরু

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ১৩০৫ নম্বর ফেজ থেকে নির্ধারিত সময়ের ১০ দিন আগেই কয়লা উত্তোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হয়।
খনি সূত্রে জানা যায়, উত্তোলনযোগ্য কয়লা খনিটির উৎপাদনশীল ১৪১৪ কোল ফেজের মজুদ শেষ হওয়ায় গত বছর ৩০ নভেম্বর উত্তোলন বন্ধ হয়ে যায়। সেই সময় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, নতুন কয়লা ফেজ থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে কয়লা উত্তোলন শুরু করা যাবে। তবে যন্ত্রপাতি স্থাপন করে নির্ধারিত সময়ের ১০ দিন আগেই আবার নতুন ১৩০৫ নম্বর ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু হলো।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির মহাব্যবস্থাপক মাইন অপারেশন খান মো. জাফর সাদিক বলেন, বড়পুকুরিয়া কয়লা খনির ১৩০৫ ফেজ থেকে গতকাল থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে। শুরুর দিকে প্রথম এক সপ্তাহ ধরে পরীক্ষামূলকভাবে দৈনিক দেড় থেকে ২ হাজার টন এবং পরবর্তীতে দৈনিক ৩ থেকে সাড়ে ৩ হাজার টন কয়লা উত্তোলন করা হবে।
তিনি আরও বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি হিসেবে কয়লা সরবরাহের লক্ষে পেট্রোবাংলা এবং বিসিএমসিএল পরিচালনা পর্ষদের দিকনির্দেশনায় বিসিএমসিএল ও কনসোর্টিয়ামের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় শ্রমিকদের ঐকান্তিক প্রচেষ্টায় নির্ধারিত সময়ের প্রায় ১০ দিন আগেই এই ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু করা সম্ভব হয়েছে।
জাফর সাদিক বলেন, ১৪১৪ ফেজের কয়লা উত্তোলন শেষে সব ইক্যুইপমেন্ট স্যালভেজ, যথাযথভাবে মেইনটেন্যান্সকরণ এবং সব ইক্যুইপমেন্ট ১৩০৫ ফেজে ইন্সটলেশন শেষে ৪৩ দিন পর এ ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়। এই ফেজের কয়লা উত্তোলন লক্ষ্যমাত্রা ৩.৯৫ লাখ টন। যা আগামী জুন ২০২৫ মাস পর্যন্ত উত্তোলিত হবে বলে আশা করেন তিনি। উত্তোলিত কয়লা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা হবে। ১৩০৫ ফেজের পূর্বে ১৪১৪ ফেজ থেকে গত ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে কয়লা উত্তোলন শেষ হয়। ১৪১৪ ফেজ হতে ৩.৯৫ লাখ টন কয়লা উত্তোলন লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় ৪.৮১ লাখ টন কয়লা উত্তোলন হয়েছে। যা লক্ষ্যমাত্রা অপেক্ষা প্রায় শতকরা ২২ ভাগ বেশি।
সোহাগ গাজী/এএমকে