মিছিল নিয়ে এক ম্যুরাল থেকে আরেক ম্যুরাল, ভেঙে চুরমার

পটুয়াখালীতে জেলা পরিষদের সামনে ও র্যাব ক্যাম্প-সংলগ্ন এলাকায় অবস্থিত শেখ মুজিবুর রহমানের দুটি পৃথক ম্যুরাল ভাঙচুর করেছেন শিক্ষার্থী ও জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে এই ভাঙচুরের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ম্যুরাল ভাঙচুরের কাজ চলছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে হঠাৎ করেই জেলা পরিষদের সামনে ভিড় করতে থাকে। এরপর সবাই একত্রিত হয়ে পরিষদের সামনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেন। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে র্যাব ক্যাম্প এলাকার দিকে এগিয়ে যান। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে র্যাব ক্যাম্পের পাশে অবস্থিত ম্যুরালটিতেও ভাঙচুর চালানো হয়।
এ প্রসঙ্গে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলো থাকার অর্থ হলো ২৪-এর গণআন্দোলনকে কলুষিত করা। আমাদের শহরে এসবের ঠাঁই নেই। ভবিষ্যতে যে কোনো স্বৈরাচারকে এভাবেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।
রাইহান আহমেদ/এএমকে